০১ আলফার্ড ৪ এর যুদ্ধ

আলফার্ড ৪ এর কক্ষপথে স্থাপিত সাঙ্গারি-লা একটি মিলিটারি বেস। সেখান থেকে মাঝে মাঝেই আলফার্ড ৪ গ্রহের উপর নজরদারি চালাতে হয়। এমনই এক নজরদারির অভিযান চালাতে গিয়ে রিক ও ড্যান আক্রান্ত হয়। ড্যানকে বাঁচাতে গিয়ে রিকের যান আক্রান্ত হয় আর রিক আহত হয়ে ওই গ্রহে আটকা পড়ে। রিকের বান্ধবী বেভারলী ড্যানের সঙ্গে সমস্ত নিষেধাজ্ঞা উপেক্ষা করে খুঁজতে যায় রিককে। সেখানে কি হল? টানটান উত্তেজনায় ভরা এই অভিযান।
7th February, 2021 7:52 PM
Comments
No Comments!